কী সেবা কীভাবে পাবেন
পরিবার পরিকল্পনা সেবা বিশেষত: বিভিন্ন পদ্ধতি সম্পর্কিত সেবা যেমন: খাবারবড়ি,কনডম,ইনজেকশন,আইউডি, ইমপ্লান্ট,বন্ধ্যাকরণ বিষয়ক সেবা, মা ও শিশুস্বাস্থ্যসেবা, কৈশোর কালীন সেবা,প্রজননস্বাস্থ্যসেবা, গর্ভকালীনসেবা, প্রসবসেবা,প্রসবোত্তরসেবা।
ক) মা ও শিশুস্বাস্থ্য সেবা (বিনামূল্যে)
*গর্ভবতীসেবা ,প্রসবসেবা, প্রসবোত্তরসেবা, এমআরসেবা, নবজাতকের সেবা,
৫ বছরের কম বয়সী শিশুদেরসেবা, প্রজননতন্ত্র/যৌনবাহিত রোগের সেবা, ইপিআই সেবা,ভিটামিন এ ক্যাপসুল বিতরন।
খ) পরিবারপরিকল্পনাসেবা (বিনামূল্যে)
* পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ্প্রদান, খাবারবড়ি, জন্মনিরোধক ইনজেকশন, আইইউডি/কপারটি, ইমপ্লান্ট(নির্দিষ্টকেন্দ্রে) ভ্যাসেকটমি/ এনএসভি (নির্দিষ্টকেন্দ্রে), টিউবেকটমি(নির্দিষ্টকেন্দ্রে), ইসিপি পরিবার পরিকল্পনা পদ্ধতিগ্রহণ/ব্যবহার জনিত পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতাসেবা।
গ) সরকার নিধারিত মূল্য প্রদান সাপেক্ষ্যে প্রদত্ত সেবা:-
* কনডম- ১ (এক) ডজন ১.২০টাকা হারে
ঘ) বয়:সন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা) (বিনা মূল্যে প্রদত্ত)
ঙ) পুষ্টিসেবা(বিনামূল্যেপ্রদত্ত)
চ) সাধারন রোগী সেবা
ছ) স্বাস্থ্য শিক্ষা মূলক সেবা
জ) প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চত্তর সেবা কেন্দ্রে প্রেরণ
ঝ) সরকারি এ্যাম্বুলেন্স সার্ভিস(প্রতি কিলোমিটার ভাড়া ১০(দশ) টাকা হারে
ঞ) দীর্ঘ মেয়াদী ও স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহীতা কে সরকারিভাবে নিম্নবর্ণিত সুবিধা দেওয়া হয়।
ক্র:নং |
সুবিধাসমূহ |
সারাদেশব্যাপি |
দু্র্গমএলাকা |
০১ |
আইইউডি/কপারটি গ্রহীতার যাতায়াত বাবদ, তিনবার আইইউডি ফলোআপ সেবাপ্রদানের জন্য যাতায়াত ভাতা |
১৭৩/- ৯২*৩=২৭৬ |
২৩০/- ১৫০*৩=৪৫০ |
০২ |
ইমপ্লান্ট গ্রহীতার যাতায়াত বাবদ তিনবার ইমপ্লান্ট ফলোআপ সেবা প্রদানের যাতায়াতভাতা |
১৭৩/= ৮১*৩=২৪৩ |
২৩০/- ১১৫*৩=৩৪৫/= |
০৩ |
স্থায়ী পদ্ধতি পুরুষ গ্রহীতার |
২৩০০/= |
৩৪৫০/- |
----------------------- |
স্থায়ী পদ্ধতি মহিলা গ্রহীতার ক্ষেত্রে |
২৩০০/- |
৩৪৫০/- |
পরিবার পরিকল্পনা সম্পর্কিত সকল সেবার বিষয়ে নিকটবর্তী এফডব্লিউএ/এফডব্লউভি, স্যাটেলাইট ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক,ইউনিয়নস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র তথা সদর ক্লিনিক ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে যোগাযোগ করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস